কোম্পানীগঞ্জ ও সিলেট সদরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৭:৫৩:১৮ অপরাহ্ন
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণপূর্ব সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন।
এদিকে, একইদিন বিকেলে সদর উপজেলার টুকেরবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। বিজ্ঞপ্তি