হকারকে তুলে নেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৯:২৮:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে চাঁদা না পেয়ে হকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। পরে হকারদের ব্যাপক বিক্ষোভের মুখে মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরীকে শুক্রবার রাতেই দল থেকে বহিষ্কার করা হয়। দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে এক হকারকে তুলে নেওয়ার অভিযোগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জিন্দাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ হকাররা তাদের ধাওয়া দেন ।
হকারদের অভিযোগ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী (মাধব) তাঁদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। শুক্রবার চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নিয়ে যান। এ ঘটনার খবর পেয়ে ব্যবসায়ীরা জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হকাররা পুলিশের ওপর চড়াও হন এবং তাদের ধাওয়া দেন। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা ছেড়ে যান। পরে রাত সোয়া নয়টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন।এ ব্যাপারে অভিযুক্ত জয়দীপ চৌধুরীর ব্যবহৃত মোবাইলে নম্বরে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে মাধবকে বহিষ্কারের কথা জানিয়ে বলা হয় বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।