ট্রেনে ছিনতাইকালে আটক ২
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৯:৫৪:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে দিন দুপুরে ট্রেনের ভেতর ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ছোরা জব্দ করা হয়। শনিবার দুপুর ১টার দিকে মোগলাবাবাজার রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের একজনের নাম আলাল ও ইমন। একজনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে এবং আরেকজনের বাড়ি সিলেটে। তারা সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এবং ক্বীনব্রিজের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে সদর থানার এসআই মো. মেহেদী হাসান খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ২ ছিনতাইকারীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।