ডেভিল হান্টে আরও ৫৬৯ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৯:৫৬:৪৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৬৬২ জনকে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পাশাপাশি দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, তিনটি রামদা, একটি দা, একটি ছুরি, দুটি লোহার রড ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে এই অভিযানে এখন পর্যন্ত ১২ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।