রেলওয়ে স্টেশনে অজ্ঞাত যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ১০:১১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে রেলওয়ে স্টেশনের পাব্লিক টয়লেটের পাশে লাশটি দেখতে পেয়ে রেলওয়ের কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বলেন, লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষনিকভাবে লাশের নাম পরিচয় এবং মৃত্যুর কারণ জানা যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্নও নেই।
লাশের পরিচয় শনাক্তে তিনি সহযোগিতা কামনা করেছেন। কেউ পরিচয় শনাক্ত করলে তার ফোন নাম্বারে (০১৭৪১-০৪৭৭৯৬) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।