আসক’র বিভাগীয় কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ৫:৪০:৩৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ‘আসক’র সিলেট বিভাগীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সিলেটের একটি অত্যাধুনিক হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার শেষে আনুষ্ঠানিকভাবে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রাকিব আল মাহমুদকে সভাপতি, এম আতিকুর রহমান আখইকে সিনিয়র সহ সভাপতি ও এম এ আজিজকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।