কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ৫:৪৯:১০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) শাহ জহুরুল হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, হায়দারগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আব্দুল হাই, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান চৌধুরী, স্বদেশ প্রতিদিনের কুলাউড়া প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা নির্বাচন অফিস সহকারী মাসুক আহমদ প্রমুখ।