শ্রীমঙ্গলে অংশীজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ৭:৩৮:৪২ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহী চা বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলে উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট বিভাগীয় ফিল্ড কো-অডিনেটর আকলিমা চৌধুরী।
স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিএফজি’র আন্ত:ধর্মীয় সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য মো: আনহারুল ইসলাম, মাওলানা এম,এ, রহিম নোমানি ও সদস্য সাংবাদিক নূর মোহাম্মদ সাগর। স্থানীয়দের মাঝে বক্তব্য রাখেন চা বাগান পঞ্চায়াত কমিটির সভাপতি সাধন কর্মকার, সহ সভাপতি সন্তকি রায়, ব্যবসায়ী দুলাল নুনিয়া ও শিক্ষার্থী বিশাল নুনিয়া, ইয়ূথ সাজন কাহার ও সাগর নুনিয় প্রমুখ। বক্তারা যে কোন পর্যায়ে দ্বন্দ্ব সংঘাত ও সংঘর্ষ পর্যায়ে না নিয়ে স্থানীয় পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে নিরসনের আহবান জানান।