আজমত উল্লাহ ফাউন্ডেশনের ক্যালেন্ডার উন্মোচিত
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ৭:৫৩:১৮ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার সামাজিক সংগঠন ‘মরহুম আজমত উল্লাহ ফাউন্ডেশন’র মাহে রামাদান ও নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল ১১টায় স্থানীয় ইসলামগঞ্জ বাজার জাউফের কেন্দ্রীয় কার্যালয়ের হলে এক অনুষ্ঠানে ক্যালেন্ডার উন্মোচন করা হয়। এবারের ক্যালেন্ডারে স্থান পেয়েছে ২০২৫ সনের বাৎসরিক বাংলা, ইংরেজি ও আরবি দিন তারিখ।
সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং জালালাবাদ ইউনিয়নের ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আসিতুষ রেমা, সিলেট সদর উপজেলার সম্ভাব্য বাইস চেয়ারম্যান সাংবাদিক অলিউডর রহমান, সৌদি আরব প্রবাসী ও ক্রীড়া সংগঠক সুরুজ খান। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানুষের কল্যাণে কাজ করা এটি মহান দায়িত্ব, এ সকল সামাজিক কাজের জন্য যখন আমাদের প্রয়োজন মনে করবেন তখন ডাক দিলেই আমরা আপনাদের পাশে এসে দাড়িয়ে সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।
ফাউন্ডেশনের সভাপতি আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কালারুকা (পঞ্চগ্রাম) যুব উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি মাওঃ মইনুল ইসলাম রাজা ও বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম, জাউফের উপদেষ্টা আতাউর রহমান, নলেজ হোম একাডেমির প্রধান শিক্ষক আলতাবুর রহমান, পুটামারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন খান, জাউফের সভাপতি সাদ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, ইসলামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরান আহমদ, হাফিজ ছফির আহমদ, ছালেক আহমদ, জাহেদ আহমদ, রায়সেল আহমদ, কয়েছ আহমেদ, জসিম আহমদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।