ফেঞ্চুগঞ্জে খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ৯:০৬:৩৫ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন সুলতানপুর গ্রামে অবস্থিত খুলাফায়ে রাশেদীন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মধ্যে রামাদ্বান ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে। রোববার অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আজহার উদ্দিন কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান, আল আমিন জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আব্দুল খালিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সমন্বয়ক আহমদ আলী সিদ্দিক, কিশোর কন্ঠ সিলেট মহানগরীর সভাপতি আফসার উদ্দিন কামরান। এছাড়া অনুষ্ঠানে যুব সংগঠক আবুল হোসাইন, হারুনুর রশীদ আপ্তাব, মুমিনুর রহমান, রাসেল মিয়া, আনোয়ার হোসেন, আবু তাহের মুন্না, জাবের আল মাহমুদ, হাফিজ ইমাদ উদ্দিন, মাসুম আহমেদ, জাহিদ হাসান ও নাসির উদ্দিন আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।