রমজানকে স্বাগত জানিয়ে শাল্লায় জামায়াতের মিছিল
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ৯:০৭:৫০ অপরাহ্ন
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামী শাল্লা উপজেলা শাখা। শুক্রবার জুমআর নামাজের পর উপজেলা সদরের থানা মসজিদে থেকে স্বাগত মিছিল বের হয়। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল খায়েরের সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাল্লা উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, সিলেট মহানগর জামায়াতের মজলিশে শুরা সদস্য ও জালালাবাদ থানা সেক্রেটারি জুনাইদ আল হাবিব। বক্তব্য রাখেন, শাল্লা থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবুল কাসেম, বাহারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতাউর রহমান ও আটগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি