আহলান সাহলান মাহে রমজান
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৩:৫০:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: একটি বছর পরে আবার এলো মাহে রমজান। আমরা রমজানের প্রথমদিন অতিবাহিত করলাম। রাসুল সা. সাহাবীদের রমজানের শুভাগমনের সুসংবাদ দিতেন। এই মাস আমাদের জন্য সওয়াব অর্জনের এক সুবর্ণ সুযোগ। তাই আমাদের আরও গুরুত্বের সাথে ঐকান্তিকতা ও সওয়াবের আশায় সিয়াম পালন করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, ‘বলো আল্লাহর অনুগ্রহ ও রহমতে। সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয়। এটি যা তারা জমা করে তা থেকে উত্তম’। (সূরা ইউনূস-৫৮)।
আমাদের বাড়িতে বিশেষ কোনো মেহমান আসার তারিখ থাকলে আমরা পূর্ব থেকেই প্রস্তুতি নিই। অপেক্ষা করতে থাকি মেহমানকে সসম্মানে বরণ করে নেওয়ার জন্য। সুতরাং আমাদের কর্তব্য, এ মাস আসার সাথে সাথেই এর যথার্থ মূল্যায়নের জন্য প্রস্তুতি গ্রহণ করা।
আমাদের সকল গুনাহ থেকে তাওবার মাধ্যমে রমজানকে স্বাগত জানাতে হবে। সকল প্রকার জুলুম অন্যায় থেকে বের হয়ে রমজানকে স্বাগত জানাতে হবে। যাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে রমজানকে স্বাগত জানাতে হবে। এ ধরনের আবেগ অনুভূতির মাধ্যমেই আশাসমূহ পূর্ণ হয়। আসুন আমরা রমজানের হাকীকত জানি। রমজানের আদব ও আহকাম জানি। রমজানে সৎ কাজ দিয়ে ভরে দিই। রোজাসমূহকে ত্রুটি থেকে বাঁচানোর চেষ্টা করি। তাওবা নবায়ন করি। তাওবার শর্তসমূহ পূরণ করি। আল্লাহ তায়ালা আমাদের তাউফিক দান করুন। আমিন।