মাটির নিচে ২৫ হাজার বছরের পুরোনো পিরামিডের সন্ধান
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ৯:৩৯:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মাটির নিচে ২৫ হাজার বছরের এক পুরোনো পিরামিডের সন্ধান পেয়েছেন গবেষকরা।ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির এক রিপোর্টে এ তথ্য উঠে আসে। ২০১১ সাল থেকে ২০১৫ সাল, প্রত্নতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, ভূপদার্থবিদদের একটি বিশেষ দল অভিযান চালায় এই অঞ্চলে। দীর্ঘ গবেষণা ও প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের পরে রিপোর্ট প্রকাশ করেন তারা।
রিপোর্টে বলা হয়, ইন্দোনেশিয়ায় খোঁজ পাওয়া পিরামিডটি নাম ‘গুনুং পাডাং’। স্থানীয় বাসিন্দারা এই ধরনের স্থাপত্যকে ‘পান্ডেন বেরুনডাক’ নামে ডেকে থাকেন। নামের অর্থ ধাপে ধাপে ওঠা পিরামিড। আবিস্কারের আগে একে একটি পাহাড় বলেই মনে করতে দেশটির মানুষ।
বিশেষজ্ঞদের দাবি, মিসরের বিংআ স্টোনহেঞ্জের পিরামিড থেকেও পুরোনো এই পিরামিড। মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন মেগালিথিক (একাধিক বিশালাকারের পাথর দিয়ে তৈরি) স্থাপত্যও হয়ে থাকতে পারে এটি।
আগ্নেয় পাথরের তৈরি পাহাড়ের গা কেটে এই স্থাপত্য তৈরি হয়েছিল। তুষার যুগের শেষে তৈরি হয়েছিল এই স্থাপত্য। পিরামিডের মূল অংশটি বিশাল অ্যান্ডেসাইট লাভা দিয়ে তৈরি। পিরামিডের প্রাচীনতম নির্মাণ উপাদানটি সম্ভবত একটি প্রাকৃতিক লাভা পাহাড়। তার পর সেটি কেটে কেটে ভাস্কর্য তৈরি করা হয়েছিল এবং তার পর একে স্থাপত্যের রূপ দেওয়া হয়েছিল।
রিপোর্টে আরও বলা হয়, গুনুং পাডাংয়ের গঠন বেশ জটিল এবং একই সঙ্গে অভিজাত। এর সবচেয়ে গভীর অংশ মাটির থেকে ৩০ মিটার নিচে। পিরামিডের কেন্দ্রস্থলটি খ্রিষ্টপূর্ব ২৫ হাজার থেকে খ্রিষ্টপূর্ব ১৪ হাজার বছরের মধ্যে তৈরি। কিন্তু তার পর দীর্ঘ দিন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।