সয়াবিন তেলের তীব্র সংকট
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ১:০৮:৪৩ অপরাহ্ন
বসুন্ধরা, এস আলমসহ ৫ কোম্পানীর সরবরাহ বন্ধ
স্টাফ রিপোর্টার: রমজানেও সিলেটের বাজারে কাটেনি সয়াবিন তেলের সংকট। টাকা দিয়েও মিলছেনা সয়াবিন তেল। বিভিন্ন দোকানে ইচ্ছেমতো আদায় হচ্ছে দাম। পবিত্র রমজান মাসেও সয়াবিন তেলের সংকটে জনমনে বিরাজ করছে ক্ষোভ। তবে তেলের সংকটের নেপথ্যে বেরিয়ে আসছে নানা তথ্য। বসুন্ধরা, এস আলমসহ ৫টি বড় কোম্পানি সিলেটে সরবরাহ বন্ধ করে দেয়ায় তেলের সংকট বাড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে সিলেটে সয়াবিন তেলে তীব্র সংকট ঘিরে তেলের কোম্পানীদের প্রতিনিধিদের নিয়ে জরুরী সভা ডাকেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তেলের সংকট ও দাম বৃদ্ধির ব্যাপারে কোম্পানীর প্রতিনিধিদের বক্তব্য নেন এবং দ্রুততম সময়ের মধ্যে সংকট সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ জানান, সিলেট থেকে এস আলম ও বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি কোম্পানী তাদের সয়াবিন তেলের ডিলারশীপ বাতিল করেছে। এমনকি তাদের ডিলারের সকল জিনিসপত্র তুলে নিয়ে গেছে। ঐ কোম্পানীর কোন প্রতিনিধিকে সিলেটে রাখা হয়নি। এতে অন্যান্য সয়াবিন তেল কোম্পানীর উপর চাপ সৃষ্টি হয়েছে। ফলে তারা পরিবহন সংকটে ভুগছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিবহন সংকট মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার আশ^ায় দেয়া হয়।
এদিকে পরিবহন সংকটে সিলেটে সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। রোববার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানান তিনি।
ডিসি বলেন, সয়াবিন তেলে উৎপাদনে কোনো সংকট নেই বলে জানিয়েছেন কোম্পানির প্রতিনিধিরা। পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। কিন্তু সরবরাহের কারণে বাজারে ঘাটতি দেখা দিয়েছে।
কোম্পানির প্রতিনিধিরা বলেন, পরিবহনের জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। আগে ঢাকা থেকে পাথর নিতে আসা খালি ট্রাক দিয়ে সিলেটে তেল সরবরাহ করা হতো। কিন্তু এখন আর খালি ট্রাক পাওয়া যাচ্ছে না। এছাড়া বসুন্ধরা, এস আলমসহ ৫টি কোম্পানি সিলেটে সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতেও ঘাটতি দেখা দিয়েছে। তবে অন্যান্য কোম্পানি এই ঘাটতি পূরণ করতে পারবে বলেও জানিয়েছেন তারা।