গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয় নির্বাচন বড় সুযোগ : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৫:৪২:২৫ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রমজানের শিক্ষা অনুসরণ করে এই আয়োজন জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধি, সৌহার্দ্য স্থাপন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনসমর্থন শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে স্বৈরাচারী শক্তিগুলো অস্থিরতা সৃষ্টির সুযোগ নেবে। জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার সিলেটের দক্ষিণ সুরমায় ২৯নং ওয়ার্ডে বিকাল ৫টায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করেন, সরকারবিরোধী জাতীয় ঐক্য ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের চক্রান্ত চলছে। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, খুনী হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের গণতন্ত্র এখনও হুমকির মুখে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয়। তিনি সকল নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করে জনগণের শক্তিতেই সব ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, বিএনপি নেতা আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফজাল হোসেন মুন্না, আরিফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রায়হানুল হক, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, যুবদল নেতা রাজু আহমেদ, শাহ অলীদ, মোহাম্মদ আব্ব্বাস, সৈয়দ রাসেল হোসেন, মোহাম্মদ মিসবাহ প্রমুখ।