শাবিতে আবারও গণ-ইফতারের আয়োজন
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৫:৫০:০৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণ-ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট এইড সাস্ট। এতে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রোববার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারের আগে ইসলামী সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ।
স্টুডেন্ট এইড সাস্টের উদ্যোগে এবার প্রথম হলেও গত বছর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শাবিতে গণ ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া এবং সংগঠনটির উপদেষ্টা ড. মো. সেলিম। আলোচক হিসেবে ছিলেন শাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান।
ইফতারপূর্ব অনুষ্ঠানে স্টুডেন্ট এইড সাস্ট-এর সভাপতি শাকিল মাহমুদ বলেন, গত বছর প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে আমরা গতবারের মতো এবারও গণ-ইফতারের আয়োজন করেছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ইফতার আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ। মুসলিমরা এই জনপদে যতদিন আছে, ততদিন ইফতারের আয়োজন চলবে।
প্রসঙ্গত, গত বছর শাবিপ্রবি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ১২ মার্চ শাবিপ্রবির শিক্ষার্থীরা প্রথম রোজায় গণ-ইফতারের আয়োজন করেন। এরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও গণ-ইফতার কর্মসূচি পালন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও শাবিপ্রবিতে গণ-ইফতার আয়োজন করা হয়।