যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৭:২৭:৩১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাঁশবাগানের পূর্ব পাশে যাদুকাটা নদীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রানু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদী ঘেঁষে বাঁশ বাগান এর পূর্ব পাশে ও এর আশপাশ এবং পাকা রাস্তার মাথা এলাকার পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছে। এই জায়গা নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং মামলাও হয়েছে। সোমবার রানু মেম্বারের নেতৃত্বে বাঁশ বাগান এর পূর্ব পাশের জায়গা থেকে সেইভ মেশিন চালিয়ে বালু উত্তোলন করছিল। এসময় একই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদারসহ সঙ্গবদ্ধরা জায়গার মালিকানা দাবী করে বাধা দেয়া। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০ জন আহত হয়েছে।
এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।