কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৭:৪৩:৩৪ অপরাহ্ন
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার প্রদান ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু বলেছেন, প্রথমে আমি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিতামাতাকে অভিনন্দন জানাচ্ছি। যারা তাদের সন্তানদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। যে সন্তান পিতামাতার সাথে অসম্মানজনক আচরণ করে সে আসলে সন্তানই হতে পারেনি। শিক্ষকদের অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, তারা তাদের শিক্ষার্থীদের জন্য অনেক পরিশ্রম করেন। আদর্শ শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদেরকে সঠিক গাইডলাইন দিয়ে ভূমিকা রাখেন। শিক্ষকদের উৎসাহ প্রদান শিক্ষার্থীদের সাফল্য অর্জনের ক্ষেত্রে বিশাল সহযোগিতা করে।
অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু বলেন, সকল শিক্ষার্থীদেরকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। দুনিয়াতে সফল হলেই শেষ নয়। পরকালেও তোমাদেরকে সফল হতে হবে। দুনিয়াতে ভালো থাকতে হবে এবং ভাল-মন্দ সম্পর্কে সচেতন থাকতে হবে। ভালো কাজের জন্য নিজেদেরকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে হবে। দুনিয়ায় ভাল কাজ করার মাধ্যমে যেন পরকালেও সফল হওয়া যায় সেই লক্ষ্যে জীবন কে গড়তে হবে।
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াসের সভাপতিত্বে ও শাখার ভাইস চেয়ারম্যান আবু জুবায়ের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও স্টারলাইট কলেজের চেয়ারম্যন ড. নুরুল ইসলাম বাবুল, ইউনিভার্সাল কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বারের আইনজীবী মুজাহিদুল ইসলাম, কিশোরকন্ঠের কেন্দ্রীয় উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান তারেক মনোয়ার। এছাড়াও জেলা উপদেষ্টা তোফায়েল আহমদ, মাহমুদুর রহমান (হাসান), মজদুদ্দিন আহমেদ আমিম, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, আবু তাহের চৌধুরী ও উপজেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি