গ্লোবাল কমিউনিটি ফর বেটার গোলাপগঞ্জ চ্যারিটি অর্গানাইজেশনের ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৯:১১:২৩ অপরাহ্ন
গোলাপগঞ্জে গ্লোবাল কমিউনিটি ফর বেটার গোলাপগঞ্জ চ্যারিটি অর্গানাইজেশনের সৌজন্যে ফুডপ্যাক বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার ১২০টি পরিবারে উপহার হিসেবে ফুডপ্যাক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। শিক্ষাবিদ মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির, সাইফুল ইসলাম ও আব্দুল কাদির প্রমুখ। বিজ্ঞপ্তি