সিলেট বিবেকের কার্যকরী পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৯:২৭:১৯ অপরাহ্ন
‘সিলেট বিবেক’ এর কার্যকরী পরিষদের মাসিক সভা গত শুক্রবার বেলা ১১টায় মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিবেক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সহ সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক অনবীর রায়, কোষাধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র চন্দ, সহ কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য এপেক্সিয়ান জি.ডি. রুমু, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ প্রমুখ।
সভায় সংগঠনের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ইমিগ্রেশন এডভাইজার জি.ডি রুমুকে আহবায়ক ও ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, হারাধন দেব প্রভাষ, বিনয় ভূষণ তালুকদার ও রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ-কে সদস্য মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি