উশু কোচেস আনোয়ার হোসেনের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৯:২৫:২৪ অপরাহ্ন
যমুনা ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, উশু বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে একটি সম্ভাবনাময় খেলাধুলা। আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ করতে উশুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মো. আনোয়ার হোসেন যেভাবে উশু খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা প্রশংসনীয়।
তিনি শনিবার চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশের উশু কোচেস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মো. আনোয়ার হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাইনিজ উশু ফাইটার স্কুল সদস্য তানভীর আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন ওলির উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সদস্য মো. শাকিলুল ইসলাম গাউস, সিলেট জেলা উশু অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, ডা. মোঃ শামীম আহমদ তালুকদার, সোহেল আহমদ, শিক্ষক মো. ছাবির আহমদ। কুরআন থেকে তিলাওয়াত চাইনিজ উশু ফাইটার স্কুল শিক্ষার্থী মো. আরাফাত হোসেন। বিজ্ঞপ্তি