দরগাগেইট থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ১০:০১:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর আম্বরখানা সংলগ্ন দরগাগেইট এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯। রোববার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল রোববার মধ্যরাতে কোতোয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্বদরগা গেইট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মো. টিপু আহমদ (৪২) এবং কোম্পানীগঞ্জ উপজেলার রতন বিশ্বাস (২০)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।