নগরজুড়ে জেলা প্রশাসনের বাজার মনিটরিং
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ১০:০৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সয়াবিন তেলের সংকট দুরীকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে নগরজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমে কৃষি বিপণন, ভোক্তা অধিকার, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশ নেয়। সোমবার দুপুরে নগরীর কালীঘাট ও মদিনা মার্কেট এলাকায় পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রশিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করা হয়।
বাজার মনিটরিং কালে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, রমজানে সয়াবিন তেলের সংকট দূরীকরণে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তেল সরবরাহ বাড়াতে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে।
তিনি বলেন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ সঠিকভাবে চালু রাখতে হবে। সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ধোকা দেয়ার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে। যেসব ব্যবসায়ী শর্তসাপেক্ষে সয়াবিন তেল বিক্রি করছেন তাদেরকে সতর্ক করে এই মনিটরিং টিম এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জরিমানা করার কথাও জানান জেলা প্রশাসকের নেতৃত্বাধীন মনিটরিং টিম।
এদিকে সোমবার বিকেলে ফের বাজার মনিটরিং করেন কৃষি বিপণন অধিদপ্তর ও ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় একটি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাজিরবাজারের কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবুল সালেহ মোঃ হুমায়ুন কবির ও ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশ নেয়।