ক্বীন ব্রীজের নিচে অজ্ঞাত যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ১০:১০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সুরমা নদীর তীরে অবস্থিত সার্কিট হাউস সংলগ্ন ক্বীন ব্রীজের নিচের এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব যায়নি। তবে তার মরদেহের পাশে পাওয়া জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালের একটি প্রেসক্রিপশনে শরিফুল ইসলাম নাম লেখা রয়েছে। প্রেসক্রিপশনটি নিহতের কিনা, তা নিশ্চিত নয়। এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, মরদেহ শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে