হবিগঞ্জে ডাকাতি মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ১০:১০:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর থেকে ডাকাতি মামলার এক আসামীকে আটক করেছে র্যাব-৯। রোববার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আলামিন (২৪)। সে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের নানু মিয়ার ছেলে।সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। আটকের পর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।