শ্রীমঙ্গলের পাইকারী আড়তে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৫:৪৩:৫০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট, ভেজাল খাদ্য পরিহারসহ ভোক্তাদের হয়রানি রোধে বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এর অংশ হিসাবে সোমবার রাত ১১ টার দিকে জেলার সবচেয়ে বড় পাইকারী বাজার শ্রীমঙ্গলের বড় বড় পাইকারী আড়তে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলম এর নেতৃত্বে একটি টহল টিমসহ ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ এর সমন্বয়ে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ দ্রব্যসামগ্রী, পণ্য ক্রয়ের যথাযথ ভাউচার প্রদর্শন করতে না পারা এবং মজুদকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ সঠিক না থাকায় আব্দুর শুকুর এন্ড ব্রাদার্স ১০ হাজার, কুসুম ট্রেডার্স ৫ হাজার ও মাতৃভান্ডার কে– ২০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ জানান, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।