বালাগঞ্জকে মাদকমুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৭:৪১:০৩ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ বলেছেন, বালাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা ঘোষণার লক্ষে দীর্ঘদিন ধরে কাজ চলছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে হবে। তারপূর্বে আমাদেরকে কর্ম পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।
তিনি মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা হলরুমে বালাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করণের কর্মপরিকল্পনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সিলেট বিভাগীয় কার্যালয় পরিদর্শক এমদাদ উল্ল্যা, বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বোয়ালজুড় ইউপি প্যানেল চেয়ারম্যান তজমুল হোসেন জনি, পশ্চিম গৌরীপুর প্যানেল চেয়ারম্যান আমিনুর ইসলাম মধু, উপজেলা সমাজসেবা কর্মকতা জুয়েল আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন রশিদ, পল¬ী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, তথ্য সেবা কর্মকর্তা সুর্বনা দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, মাদক বিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট এনজিও নিরাপদ এর সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, সাংবাদিক হেলাল আহমদ।