বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবিরের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৭:৪৭:০৬ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শিক্ষানুরাগী ও সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের জানাযা সম্পন্ন হয়েছে। জহুর চান বিবি মহিলা কলেজ, কবির কলেজিয়েট একাডেমিসহ অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আব্দুল কবির ৩ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন।
মঙ্গলবার সকাল ১১টায় জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সাবাসপুর গ্রামের বাসভবন থেকে অ্যাম্বুলেন্স যোগে মরদেহ জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে নিয়ে এলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
জানাযার পূর্বে মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমদ অলি, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আব্দুল কাইয়ূম, মরহুমের বন্ধু কাপ্তান হোসেন, সমাজসেবী শাহজান মিয়া এবং মরহুমের ভাতিজা ইমন শরীফ।