সুনামগঞ্জ সীমান্তে ২০ লক্ষাধিক টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৯:১৩:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বিজিবি। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি বাংলাদেশী নৌকাও জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলাবর সকাল পর্যন্ত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির।
বিজিবি সূত্র জানিয়েছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত বিভিন্ন এলাকায় ডলুরা বিওপি কর্তৃক ভারতীয় ১ হাজার ৯০ কেজি চিনি, ৭৮ কেজি জিরা, ৮৪০ প্যাকেট বিড়ি জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪২ হাজার ৯০০টাকা। এসময় বাংলাদেশী স্টিলবডি নৌকা ১টি জব্দ করা হয়। একইদিন চাঁনপুর, মাছিমপুর ও চাঁরাগাঁও বিওপি কর্তৃক ১ হাজার ৭৪ কেজি ভারতীয় ফুসকা, ২২ কেজি চিনি ও ২ হাজার কেজি কয়লা জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৯৪ হাজার ৯৪০ টাকা। একদিনে ২০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় পণ্য শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।