পিযুষের সহযোগীসহ আটক ৩ : অস্ত্র-মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৫, ১:৫৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের আলোচিত অস্ত্রবাজ স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযুষ কান্তির সহযোগী সিতীশসহ আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর তালতলা তথী এন্টারপ্রাইজ-২ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে এসএমপি পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালী থানার যুগেন্দ্র কুমার নাথের পুত্র সিতীশ চন্দ্র নাথ (৫০), জেলা স্বেচ্ছাসেবক কর্মী মির্জাজাঙ্গালের মৃত ইন্দ্র কুমারের ছেলে সুমন কুমার (৫৩) ও জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী জালালাবাদ আবাসিক এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র মো: আবুল হোসেন (৫১)।
দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম।