বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক উপাধ্যক্ষের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৫, ৫:৩৬:৫২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৬) মারা গেছেন। মঙ্গলবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে।
এর আগে একই দুর্ঘটনায় আহত ৫ নম্বর ওয়ার্ডের মুড়িরগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩) মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে মারা যান।
সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।