গোলাপগঞ্জে জনতার হাতে ৩ গরু চোর আটক
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৫, ৮:০২:৪৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের সর্বত্র ডাকাত আতংক বিরাজ করছে। প্রায়ই বিভিন্ন এলাকার মসজিদে ডাকাতের অপতৎপরতার বিষয়ে মাইকিং করতে শোনা যায়। ডাকাতের বিষয়টি বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করায় অনেক এলাকায় পাহরাদার নিয়োগের সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার গভীর রাতে গোলাপগঞ্জের নিমাদল এলাকা হতে তিন ব্যক্তিকে ডাকাত সন্দেহে স্থানীয় জনগণ আটক করে। পরে জানা যায় এরা গরু চুরি করতে এই এলাকায় গিয়েছিল। জনগণ তাদের আগমনের বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে জানালে এরা সহজেই ধরা পড়ে। ধৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার বইটিকর এলাকার সফিকুল ইসলামের পুত্র ফখরুল ইসলাম (৩৪), জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল জলিলের পুত্র জমির উদ্দীন (৩২), দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ ঝাপা গ্রামের ফারুক আলীর পুত্র জয়নাল মিয়া (৩৮)। এলাকার লোকজনের তথ্যে জানা যায় দীর্ঘদিন ধরে এই এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গতকাল এরা হাতেনাতে ধরা পড়লে জনগণ তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ সংক্রান্তে নিমাদল গ্রামের কয়ছর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি মনিরুজ্জামান প্রতিবেদককে জানান।