বালাগঞ্জের মৈশাষী গ্রামে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৫, ৯:০৫:১৯ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলার মৈশাষী গ্রামের ফ্রান্স প্রবাসী হাসান আহমেদের পরিবারের আয়োজনে এপিক জিনজার পর্তুগাল কোম্পানি লিমিটেড ও ফাইজা রেষ্টুরেন্ট ফ্রান্স’র পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে মৈশাষী গ্রামে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা যুব বিভাগ এর সভাপতি মাওলানা লোকমান আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট রহমত আলী, সিলেট মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম আলী হোসেন ও গ্রীন বাংলার পরিচালক বেলাল আহমদ মুরাদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশীদ দুদু, বালাগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মো. আমির আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুলেখ আহমদ, পূর্ব গৌরীপর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক নুর মিয়া, বালাগঞ্জ উপজেলা যুব বিভাগ এর সভাপতি মারুফ আহমদ লিয়াকত, উপজেলা যুব বিভাগ এর সেক্রেটারী দেলওয়ার আল হোসাইন, উপজেলা যুব বিভাগ এর সহ সভাপতি হোসাইন আহমেদ জাহিদ, ইউনিয়ন যুব বিভাগ এর এসিস্ট্যান্ট সেক্রেটারী সাইদুর রহমান, জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সদস্য আব্দুর রহমান প্রমুখ।