লেবাননে বাংলাদেশি কর্মী পাঠাতে স্থগিতাদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৫, ৯:৪৪:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে দেশটিতে বাংলাদেশি কর্মীরা আবারও যেতে পারবেন। তবে ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চলে কর্মী পাঠানো যাবে না। লেবাননের বাংলাদেশ দূতাবাস বুধবার এক বার্তায় এ তথ্য জানায়। দূতাবাস জানিয়েছে, লেবানন শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে। শর্তে বলা হয়েছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যাতীত অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।
লেবানন-ইসরাইল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ৮ আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয়। লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।
গত সাত মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশটি থেকে গত বছর ২১ অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায়ও কিছু বাংলাদেশি দেশে ফিরেয়ে আনা হয়।