গাজা পুনর্গঠনে আরব নেতাদের ৫৩ বিলিয়ন ডলারের পরিকল্পনা
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৫, ১০:১৫:৫৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : গাজার নিয়ন্ত্রণ নেয়া এবং সেখানকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার বিপরীতে ৫৩ বিলিয়ন ডলারের গাজা পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন আরব নেতারা। মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি সভায় তারা এ পরিকল্পনা অনুমোদন করেন। মিশর পরিকল্পনা এখন আরব পরিকল্পনা, কয়েক ঘণ্টার বৈঠক শেষে বলেছেন আরব লীগের মহাসচিব আবৌল গেইত।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের কথা উল্লেখ না করেই তিনি বলেছেন আরবের অবস্থান হলো ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক- যে কোনো ধরনের বাস্তুচ্যূতি প্রত্যাখ্যান করা। মিশর বিস্তারিত পরিকল্পনাটি তৈরি করেছে। এতে সবুজ বাসস্থানের পাশাপাশি বড় আকারের ভবনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের ‘মিডল ইস্ট রিভারিয়া’ প্রস্তাবের পাল্টা হিসেবে তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা আরব বিশ্বকে ক্ষুব্ধ করে। আরব পরিকল্পনায় শুধু জায়গার উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়নি। বরং এতে রাজনৈতিক দিক এবং ফিলিস্তিনিদের অধিকারের বিষয়টি উঠে এসেছে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি গাজার পুনর্গঠনের পাশাপাশি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগীরা দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন।