মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৭৫ অবৈধ অভিবাসীকে আটক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৫:৩৯:৩৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশনের হটস্পটগুলিতে অভিযান চালিয়ে ৭৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১১ জন বাংলাদেশী রয়েছেন। বুধবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জোহর শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার জোহর জেআইএম-এর পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বুধবার বিকেল ৩টার দিকে পান্ডান পাইকারি বাজারের আশেপাশে প্রথম অভিযান চালানো হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগ বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ জন বিদেশীকে আটক করা হয়েছে। বুধবার রাত ১২.৩০ মিনিটে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অপারেশন সাপুতে নয়টি দোকানঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয়।
তার মতে, অভিযানে মোট ৬৪ জন বিদেশীকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে আরও তদন্তের জন্য আটক করা হয়েছে। আটকদের মধ্যে মায়ানমারের ২১ জন পুরুষ এবং ৯ জন মহিলা, বাংলাদেশের ১১ জন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ জন পুরুষ এবং ১৯ জন মহিলা ও দুইজন ভিয়েতনামী রয়েছেন।১৮ থেকে ৫৫ বছর বয়সী সকল আটক ব্যক্তিকে ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করার সন্দেহ রয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।