তাহিরপুরে তিন কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৫:৪৮:০২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে আসা প্রায় তিন কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি। মালামালগুলোর মধ্যে রয়েছে ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় এবং কসমেটিক্স সামগ্রী। বৃহস্পতিবার ভোর রাতে উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি এলাকা থেকে চারাগাও বিজিবির টহলদল এগুলো জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫১২৭টি, প্যান্টের কাপড়-১৫৬ মিটার, ব্লেজারের কাপড়-১২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড়-২০৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯০০০ পিস আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। সীমান্তের চিহ্নিত চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আর জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।