সুবিপ্রবি অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জে স্থানান্তরের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৫:৫০:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা শহরের নিকটবর্তী স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটি। বুধবার বেলা ২ টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক এডভোকেট রবিউল লেইস রোকেস। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সাবেক সিভিল সার্জন ডা: সৈয়দ মনোয়ার আলী, শিক্ষাবিদ যোগেশ্বর রায়, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন দাস, এডভোকেট মাসুক আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মেহেদী হাসান শাকিব, এডভোকেট সেরেনুর আলী ও এডভোকেট রুহুল তুহিন প্রমুখ।