মাধবপুরে মাটি পাচারে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৯:০১:১৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামে কৃষি জমি খনন করে মাটি পাচারের অভিযোগে আজিজ মিয়া নামে এক ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে মাধবপুর সহকারী কমিশনার (ভুমি) মুজিবুল হক সরেজমিনে বিষ্ণুপুর গ্রামে গিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আজিজ মিয়াকে (৩০) এ অর্থদন্ড করেন। আজিজ মিয়া বিষ্ণুপুর গ্রামের আলাই মিয়ার ছেলে। অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন।