গোলাপগঞ্জে বেতন-ভাতা পুনর্বহালের দাবিতে পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৯:০২:৩২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌরসভায় বেতন-ভাতা পুনর্বহালের দাবিতে পৌরসভার গেইটে তালা দিয়ে রাখেন পরিচ্ছন্নকর্মীরা। এসময় অফিসের ভেতরে তালাবদ্ধ হয়ে পড়েন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ। কয়েক দিন ধরে চলছে তাদের এমন কর্মসূচি। বিষয়টি নিরসন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও তাতে আস্থা রাখতে পারছেনা আন্দোলনকারীরা।
জুলাই-আগস্টের বিপ্লবের পর পৌর পরিষদ বিলুপ্ত করে দেয়া হলে মেয়রের দায়িত্বে পৌর প্রশাসক হিসেবে নিয়োজিত করা হয় উপজেলা নির্বাহী অফিসারকে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পান সরকারী কর্মকর্তাগণ। তারা দায়িত্বপ্রাপ্তির পর পরিচ্ছন্ন কর্মীদের বেতন ভাতা পরিশোধের ক্ষেত্রে পৌরসভার সিদ্ধান্ত বাতিল করে সরকারী নীতিমালা অনুযায়ী করেন। এতে বেতন অর্ধেকে নেমে আসে। বেতন কমে গেলে কিছু দিন তারা কাজ থেকে বিরত থাকেন। এতে পৌর শহর ময়লা আর্বজনায় ভরে জনজীবনে মারাত্মক বিঘœতা ঘটায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ তাদেরকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করলে তারা ফের কাজে নামেন।
দীর্ঘ দিন পরও তাদের বেতন ভাতা বৃদ্ধি না হওয়ায় তারা আবার মাঠে নামেন। বিষয়টি নিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল আশ্বাস দিলে তারা গেইটের তালা খুলতে রাজি হয়ে শর্ত সাপেক্ষে পুনরায় কাজে যোগদান করেন।
পৌরসভার একাধিক পরিচ্ছন্ন কর্মী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সারাদেশের পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা কমানো হয়। পরবর্তীতে বেতন-ভাতা পুনর্বহাল করা হলেও আমাদের বেতন-ভাতা পুনর্বহাল না করে বিভিন্ন টালবাহানা করা হয়। যে কারণে আমরা পৌরসভার গেইটে তালা ঝুলাতে বাধ্য হই। এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালকে কল দিলে তিনি কল রিসিভ করেননি।