জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকে’র স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৯:১৩:৩৯ অপরাহ্ন
জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩ টায় বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুছকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক লাবিদ আহমদ পিরোজী, যুগ্ম আহবায়কবৃন্দ ওমর ফারুক, ফখর চৌধুরী, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ আজম আলী, কামালী শেরওয়ান শাহ, সদস্য সচিব মো. ফখরুল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ বাবুল তালুকদার, খায়রুজ্জামান সানী, জহিরুল হক। হাইকমিশনার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকর নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শুনেন এবং সরকারের নিকট দাবিগুলো তুলে ধরবেন বলে জানান। বিজ্ঞপ্তি