বালাগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৯:১৯:৪২ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুদ নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস, চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজিত কুমার চন্দ।
এ সময় তিনি উপজেলার বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান পরিদর্শন করেন। এ সময় দোকানে কোন মেয়াদোত্তীর্ণ পণ্য, ক্রয়মূল্যের রিসিট, বিক্রয়মূল্যের তালিকা প্রদর্শন বিবিধ বিষয়ে মনিটরিং করেন। উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি মিষ্টান্ন ভান্ডার, ১টি ফলের দোকান, ১টি মুদি দোকান, ১টি সবজি দোকানসহ ৪ টি প্রতিষ্ঠানকে ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়েছে। এখন থেকে উপজেলার প্রতিটি বাজারে প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ সময় বাজার মনিটরিং এ উপজেলা প্রশাসনের সাথে বালাগঞ্জ থানা পুলিশ টিম উপস্থিত ছিলো।