আসছে দুইটি তাপপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিও
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৯:৩৭:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শীত চলে গেছে। যত দিন যাচ্ছে গরম বাড়ছে। গরম বাড়লেও এখনো কোনো তাপপ্রবাহ দেখা যায়নি। আবহাওয়া অফিস বলছে, মার্চের শেষ দিকে বইতে পারে দুইটি তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ উঠতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ৭ মার্চের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ও হতে পারে।
শীত বিদায় নিয়েছে ফেব্রুয়ারিতে। তবে সে সময় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে এক দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭ শতাংশ কম। আর ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা ছিল শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার মার্চে তাপমাত্রা বেশি থাকতে পারে। মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।