র্যাবের হাতে ৫২৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৯:৪৮:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৫ মার্চ) রাত ১১টা ১৯মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯ এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ফুলকারগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মোঃ আব্দুল করিম (২৮) এবং আরাফাত আলীর ছেলে মোঃ রাব্বানি (২৮)। এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।