মাহে রমজানের শিক্ষা কুরআনের রঙ্গে জীবন রাঙ্গানো : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৯:৫৭:৩৬ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তোলার শিক্ষা রয়েছে। কুরআনের রঙ্গে জীবনকে রাঙ্গাতে মাহে রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস। রমজান চলে যাবে কিন্তু এর বাস্তব শিক্ষায় পুরো বছর জীবন পরিচালনার শপথ নিতে হবে।
তিনি বুধবার সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৃহত্তর ঝিগলী গ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে এলাকার সকল শ্রেণীপেশার বিপুল সংখ্যক মুসল্লী ইফতার মাহফিল ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
সমাজসেবী উবায়দুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, উপজেলা বিএনপি নেতা ডাঃ শাহ সৈয়দুর রহমান, আব্দুল আওয়াল, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ আবু সুফিয়ান তুহা, সমাজসেবী আরাফাত আহমদ রাহাত, নুর আহমদ হিরন, আবুল বশর, মাওলানা খাদিমুল ইসলাম, সুজন মিয়া, হোসাইন আহমদ সুহাগ ও রিপন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি