ইবনেসিনা হাসপাতালে চাকুরীর নামে প্রতারণা যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ১০:০১:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ইবনে সিনা হাসপাতালে চাকুরীর বিজ্ঞপ্তি দিয়ে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছে একটি চক্র। বৃহস্পতিবার রুবেল মিয়া (২১) নামে এক প্রতারককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতারক রুবেল মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়ারাই ইসলামপুর গ্রামের মৃত সুজন মিয়ার পুত্র।
ইবনে সিনা হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতারক রুবেল মিয়া (২১) দীর্ঘদিন থেকে বিভিন্নজনকে ইবনে সিনা হাসপাতালে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ মার্চ) জালালাবাদ থানার খৈয়ারচর গ্রামের মুশাহিদ আলীর পুত্র সুমন আহমদ শিমুল (২১) কে তেমুখী থেকে চাকুরীর জন্য টাকা লেনদেন করতে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসায় তাদেরকে ধরতে হাসপাতালের লোকজন ওৎপেতে থাকে। বৃহস্পতিবার বাদ জোহর হাসপাতালের কাস্টমার কেয়ার ম্যানেজার ও অন্যান্য স্টাফদের সহযোগিতায় প্রতারক রুবেল মিয়া (২১) আটক করে সুবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ইবনে সিনা হাসপাতালের সিকিউরিটি এন্ড ফায়ার অফিসার ইনচার্জ মো. মুতচ্ছির হোসাইন।