জুড়ীতে কুখ্যাত ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৭:৪৮:১৪ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৯)। তার বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরির তিনটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া’র নির্দেশে থানার এসআই ফরহাদ মিয়া ও এসআই কবির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার আসামী ও আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্য সোহেল মিয়া (২৯) কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ফরিজ আলীর ছেলে শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। আসামীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।