জামালগঞ্জে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৭:৫৩:১৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহানসহ সকল ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী উপজেলা পরিষদ গেইটের সামনে প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমদ, বিএনপি নেতা আবু সায়েম মেম্বার, শহিদুল ইসলাম, জালাল উদ্দীন ফারুকী, আমিনূল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুকন, জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সুফিয়ান প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পকেট কমিটি করা হয়েছে। বার বার জেল জুলুম নির্যাতনের শিকার রাজপথের পরীক্ষিত লড়াকু শহীদ জিয়ার আদর্শের সৈনিক শাহ মোঃ শাজাহান সহ উপজেলার ত্যাগী নেতৃবৃন্দকে অত্যন্ত সুকৌশলে কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে শাহ মো: শাহজাহানসহ উপজেলার ত্যাগী নেতৃবৃন্দকে মূল্যায়ন করে নতুন কমিটি করার আহবান জানান বক্তারা।