সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শের পরিবর্তনের বিকল্প নাই: ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৭:৫৬:০৯ অপরাহ্ন
নীতির পরিবর্তন না করে বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নীতির সংস্কার প্রয়োজন। আল কুরআন ও সুন্নাহর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ নীতি যা বাস্তবায়ন ছাড়া দেশের সর্বস্তরের বৈষম্য দূর করা সম্ভব নয়। তিনি আরও বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শের পরিবর্তনের বিকল্প নাই।
শুক্রবার বেলা আড়াইটায় আইএবি নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক সভাপতির বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি’র পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দীন, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খাঁন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী মুহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাকির হোসাইন, সহ দপ্তর মোঃ সাদিরুল ইসলাম মোল্লা, সহ-অর্থ সম্পাদক মোঃ মকসুদ আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের প্রমুখ। বিজ্ঞপ্তি