সুষ্ঠু গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে হবে: মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৯:০১:৪০ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জুলাই-আগস্টের ভয়াবহ গণহত্যার পরও যদি সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন হতে থাকে এবং যদি মানুষের কল্যাণের বদলে লোভে অন্ধ হয়ে পড়েন, সরকারি অফিস-আদালতের কর্মচারীরা যদি সততার পথ ছেড়ে দুর্নীতির পথ বেছে নেন, সবাই যদি স্বার্থসিদ্ধিকে প্রাধান্য দেন, দেশপ্রেমের বদলে স্বার্থপরতায় মগ্ন হন, মানুষ যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়-তাহলে সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের ভিত্তি নিয়ে আবার প্রশ্ন উঠবে।
তিনি আরোও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে সুষ্ঠু গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের বিদ্যমান অরাজক পরিস্থিতি গণমানুষের সে প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করবে। গণ-অভ্যুত্থানে রাজপথ থেকে গঠিত অর্ন্তর্তীকালীন সরকার সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষার্থে আরোও বেশি তৎপর থাকার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বৃহস্পতিবার কাজিটুলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল এবং রুহুল আমিনের যৌথ পরিচালনায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মন্সুর আহমেদ রুবেল ও নর্থ ইস্ট শাখা সভাপতি আব্দুল মান্নান মুন্নার সার্বিক সহযোগিতায় ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ সভাপতি নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মুহাম্মদ জামিল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মঈন উদ্দিন রাসেল, যুবদল নেতা মকবুল হুসেন, আব্দুল মালেক, দেওয়ান জাকি, সৈয়দ সারোয়ার রেজা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, মতিউর রহমান শিমুল, যুবদল নেতা রজব আহমদ, সোহেল আহমদ, আমজাদ হুসেন, লিয়াকত আলি ইমন, ফয়েজ আহমদ, ছাত্রদল নেতা নিপুন, শরিফ, মাহবুব, হানিফ প্রমুখ। বিজ্ঞপ্তি